সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ২৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদ হলরুমে বিজনেস ম্যানেজমেন্ট ট্রেড এন্ড ই-কমার্স প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ৫০ জন মহিলা প্রকাশ্য লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসাহাক আলী, উপজেলা মহিলা প্রশিক্ষণ কর্মকর্তা জান্নাতুন রুমানা মনি, প্রশিক্ষক মোজাহিদ হাসান, সাদিয়া আক্তার, নাজমা আক্তার, মৌসুমি খাতুন ও পান্না আক্তার সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।