অনলাইন ডেস্কঃ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার অন্যতম অনলাইন পত্রিকা ও পাঠকপ্রিয় অনলাইন পত্রিকা সাঘাটা নিউজ ডটকম দশম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে।
‘সত্যের পথে নবীন কন্ঠ‘ এই স্লোগানে এ উত্তরবঙ্গের হাজারো পাঠকের অন্তর জয় করে সামনের দিকে এগিয়ে চলছে। দিন, মাস, বছর- দেখতে দেখতে দশটি বছর সাফল্যের সঙ্গে পার করেছে উত্তরবঙ্গের তথা গাইবান্ধার শীর্ষস্থানীয় এ অনলাইন পত্রিকাটি ।
২৯শে সেপ্টেম্বর ২০১৫ সালে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের হল রুমে শুভ উদ্বোধনের মাধ্যমে একদল নবীন তরুনদের হাত ধরে যাত্রা শুরু করে। পাঠকের অন্তর জুড়ে সাঘাটা নিউজ ডটকম, যা কিছু সুন্দর ও কল্যাণকর তার সঙ্গেই সাঘাটা নিউজ ডটকম ।
সাঘাটা নিউজ ডটকম সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে ভয় পায় না। ‘সত্যের পথে নবীন কন্ঠ ’ এই স্লোগানকে সামনে রেখে গত নয়টি বছর সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে। সময়ের বিবেচনায় নবীন হলেও দায়িত্বশীল ভূমিকা পালনে করছে প্রবীণের আচরণ।
উত্তরবঙ্গ তথা গাইবান্ধা জেলার সংকটময় পরিস্থিতিতে সঠিক সংবাদ পাঠকের দুয়ারে পৌঁছে দিচ্ছে সাঘাটা নিউজ ডটকম। কারও দ্বারা প্ররোচিত হয়ে নয়, বরং নিরপেক্ষ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে বলে এ উত্তরবঙ্গের তথা গাইবান্ধার হাজারো পাঠকের অন্তর জুড়ে রয়েছে সাঘাটা নিউজ ডটকম।
রাস্তাঘাটে, বাজারে-বন্দরে চলার পথে কারও মুখে সাঘাটা নিউজ ডটকমের নাম শুনলেই বড় আপনজন মনে হয় তাকে। সাঘাটা নিউজ ডটকম পরিবারের সদস্য ভাবতে নিজেকে ধন্য মনে করি।
প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি এ অনলাইন পত্রিকাটি ধরে রেখেছে তার জনপ্রিয়তা। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার পাঠকসংখ্যা। হতাশার চাদরে মোড়ানো থেকেও আমরা আশার আলো দেখতে পছন্দ করি। সাঘাটা নিউজ ডটকম এ আশার আলো নিয়ে প্রতিদিন হাজির হোক প্রতিটি পাঠকের দরজায়।
আমাদের প্রতিটি দিন হোক স্বপ্নময় আর সেই স্বপ্নের সন্ধান দিক সাঘাটা নিউজ ডটকম। প্রতিদিনের শুভ সংবাদগুলো সবার আগে পৌঁছে দিক পাঠকের কাছে। সাঘাটা নিউজ ডটকমের একজন সারথি হিসেবে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
“শুভ জন্মদিন”
প্রকাশক /সম্পাদক
মোস্তাফিজুর রহমান ফিলিপস্