গাইবান্ধায় প্রিপেইড মিটারে চরম আপত্তি জানিয়ে মানববন্ধন

গাইবান্ধায় প্রিপেইড মিটারে চরম আপত্তি জানিয়ে মানববন্ধন


অনলাইন ডেস্কঃ গাইবান্ধায় আবাসিক, অনাবাসিক বিদ্যুৎ সংযোগে প্রিপেইড মিটারে চরম আপত্তি জানিয়েছে জনগণ। এ বিষয়ে প্রতিরোধের আহ্বান জানিয়ে গতকাল শনিবার সকালে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন হয়েছে। 

ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা এমনিতেই অনুন্নত এলাকা, এখানে গরিব লোকের বসবাস বেশি। 

এ অবস্থায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ দিলে সাধারণ গ্রাহকরা আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হবেন। কারণ প্রতি রিচার্জে হাজারে ২শ’ ৪০ টাকা, মিটার ভাড়া ৪০ টাকাসহ ডিমান্ড ও সারচার্জ কাটা হবে। 

বক্তারা আরও বলেন, সাধারণ গ্রাহকের বিদ্যুৎ বিল কখনই বকেয়া থাকে না, বকেয়া থাকে সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানগুলোর। বক্তারা প্রিপেইড মিটার সংযোগ প্রকল্প থেকে গাইবান্ধাকে প্রত্যাহার করে নেওয়ার আহবান জানান। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে ঘোষণা দেন বক্তারা। 

গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে ও অ্যাডঃ ফারুক কবীরের সঞ্চালনায় বক্তব্য দেন মোশাররফ হোসেন বাবু, ওয়াজিউর রহমান রাফেল, অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, রেজাউন্নবী রাজু, মোস্তা মল্লিক, অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, প্রবীর চক্রবর্ত্তী, কাজী আব্দুল ওয়াদুদ, আব্দুল হালিম, হেদায়েতুল ইসলাম বাবু, অ্যাডঃ শাহনেওয়াজ খান, মৈত্রেয় হাসান জয়িতা, মনির হোসেন সুইট, কাজী আব্দুল খালেক প্রমুখ।

নবীনতর পূর্বতন