গাইবান্ধায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ

 

গাইবান্ধায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ

অনলাইন ডেস্কঃ  গাইবান্ধা জেলার সাত উপজেলার মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের জমি। দৃষ্টিজুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ। যেদিকে চোখ যায়, শুধুই হলুদ রঙের বিস্তৃতি। সরিষা ফুলের সোনালি আভায় মোড়ানো মাঠগুলো যেন প্রকৃতির সাজানো হলুদ গালিচায় পরিণত হয়েছে। ফুল আসায় নতুন করে যুক্ত হয়েছে মৌমাছির গুঞ্জন। যা পুরো এলাকাজুড়েই মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করছেন দুর দুরান্ত থেকে আসা দর্শনার্থীরা। আর সরিষার ভালো ফলন নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকরা। 

গাইবান্ধা জেলার সাত উপজেলার বিশাল মাঠ জুড়ে সরিষা ফুলের সৌন্দর্য চোখে পড়েছে। গাইবান্ধা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮ হাজার ১৭৯ হেক্টর। এর মধ্যে অর্জিত হয়েছিল ১৫ হাজার ২০০ হেক্টর। এ বছর জেলায় সরিষা চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ২১৫ হেক্টর। 

এর মধ্যে অর্জিত হয়েছে ১৬ হাজার ৫৫৪ হেক্টর। সরোজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ যেন এক অপরূপ সৌন্দমের দৃশ্য। দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ মেখে। মৌমাছির গুন গুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক যুগ থেকে আরেক ফুলে পদার্পন এ অপরূপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর এ মুহূর্ত। ফুলের সৌন্দর্য উপভোগ করতে সারি সারি মাঠজুড়ে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা নানান বয়সের বিনোদন প্রেমিরা। 

সরিষা ক্ষেত ঘুরে ঘুরে দেখছেন তারা। কথ্য হয় ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকা থেকে ঘুরতে আসা মাহাফুজ হাসানের সঙ্গে তিনি বলেন, সরিষা ফুলের সৌন্দর্য দেখতে আমরা তিন বন্ধু মিলে এসেছি। এখানে আসলেই মন ভালো হয়ে যায়। আড্ডা দিলাম ছবি তুললাম খুবই ভালো লাগলো।

নবীনতর পূর্বতন