এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি

 

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি

অনলাইন ডেস্কঃ স্কুল, কলেজের মত মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকরাও কর্মজীবনে দুইবার ও শিক্ষিকারা তিন বার কর্মস্থল বদলানোর সুযোগ পাবেন। এমন বিধান রেখে এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।   রোববার (২২ ডিসেম্বর)  নীতিমালাটি প্রকাশ করা হয়েছে। এর আগে  গত বৃহস্পতিবার স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা জারি করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।  

এটি ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা (মাদ্রাসা) প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪’ হিসেবে অভিহিত হবে। এতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সই রয়েছে।  স্কুল কলেজের শিক্ষকদের বদলির নীতিমালার মতই মাদ্রাসা শিক্ষকদের বদলির নীতিমালায় বলা হয়েছে, প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন। 

এর আগে প্রতিবছর ১৫ সেপ্টেম্বরের মধ্যে এনটিআরসিএ প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের চাহিদা প্রকাশ করবে।  মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আবেদন নিষ্পত্তি করে প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি করবে। বদলি হওয়া শিক্ষকরা ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেবেন।  শিক্ষকরা নিজ জেলায় বদলির সুযোগ পাবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে তারা নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। 

চাকরিতে প্রথম যোগদানের দুই বছর পূর্ণ হলে বদলির যোগ্য হবেন শিক্ষকরা। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার দুই বছর পর বদলির আবেদন করতে পারবেন। একজন শিক্ষক কর্মজীবনে দুইবার ও শিক্ষিকা তিনবার বদলির সুযোগ পাবেন বলে নীতিমালায় বলা হয়েছে।  

একটি শূন্যপদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে অগ্রাধিকার বিবেচনায় জ্যেষ্ঠতা, নারী ও দূরত্ব বিবেচনা অগ্রাধিকার পাবে। জ্যেষ্ঠতার বিচার হবে চাকরিতে যোগদানের তারিখের ভিত্তিতে। একটি মাদ্রাসা থেকে বছরে একজনই বদলির সুযোগ পাবেন।   

বিভাগের মাদ্রাসা অনুবিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান বলেন, স্কুল-কলেজের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষকদের জন্য বদলির নীতিমালা প্রস্তুত করে তা জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এমপিওভুক্ত শিক্ষকরা বদলির সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

নবীনতর পূর্বতন