"কিশোর বেলা"
'জাহিদুল ইসলাম'
"খেলেছি খেলা কিশোর বেলা
বন্ধু বান্ধবের সাথে
আড্ডা শেষে চোরের বেশে
ফিরেছি শেষ রাতে।
আজও খুজি খেলার সাথী
বন জঙ্গল আর মাঠে
কেউ ব্যস্ত জীবন সংসারে
কেউ রাস্তা ঘাটে।
মাথার চুলে পাক ধরেছে
দাতও নড়েছে আগে
দেখতে দেখতে তারুন্য পেরিয়ে
এখন জীবনের শেষ ভাগে।
রঙ্গিন জীবন থামবে কখন
কেহ নাহি জানে
কেউ যাবে গোরস্থানে
কেউ বা শ্মশানে।
ব্যস্ত মোদের জীবন সংসার
রঙ্গীন মোদের মন
সকাল পেরিয়ে সন্ধা হলো
ভাবিনিও কখন।
কম বয়সী মোর অনেকে গেছে
কাদছে মায়ের হিয়া
আজও আমি বেঁচে আছি
শুকরিয়া শুকরিয়া।
Tags:
রকমারী সংবাদ